৳ ৬৫০ ৳ ৫৫৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের আগ্রহ পরিব্যাপ্ত ছিল বিদ্যাচর্চার নানা ক্ষেত্রে। আমৃত্যু নিবেদিত ছিলেন নানা বিষয়ে শ্রমশীল সব কাজে। কোনাে কাজকেই নগণ্য বা তুচ্ছ মনে করেননি যদি তা মআনুষের চেতনাকে সামান্যও আলােকিত করতে পারে। তাঁর কাজের একটি বড় অংশ জুড়ে আছে নানা ধরনের কোষগ্রন্থ ও সংকলন। বাংলাভাষার প্রথম থেসরাস যথাশঙ্গ তাঁর অমরকীর্তি, যেমনি তিনি হয়তাে স্মরণীয় হয়ে থাকবেন তাঁর কোরানসূত্র বা কোরানের সরল বাংলা অনুবাদের মতাে আয়াসসাধ্য ও গবেষণাধর্মী কাজগুলাের জন্য। কিন্তু তাঁর মননদীপ্তির পরিচয়বাহী অজস্র প্রবন্ধ-নিবন্ধ কি এর ফলে আমাদের মনােযােগের কিছুটা আড়ালে পড়ে গেছে? ছাত্র ছিলেন তিনি ইতিহাসের, একই বিষয়ে শিক্ষকতাও করেছেন, পেশার ক্ষেত্র ছিল আইন ও বিচার বিভাগ, হয়েছিলেন তার সর্বোচ্চ পদাধিকারী। জাতির এক সংকটসময়ে রাষ্ট্রতরণীর কর্ণধারের দায়িত্ব নিয়ে সফলতার সঙ্গেই তিনি তা সামাল দিয়েছেন। এতসব দায়িত্বের মাঝেও তাঁর লেখনী ছিল সদাসচল। একুশের ভাষাসৈনিক পরবর্তী সারাটা জীবন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে অবিচল কলম-লড়াই চালিয়ে গেছেন। এতদঞ্চলের ইতিহাস নিয়ে লেখা তাঁর গবেষণাধর্মী প্রবন্ধগুলাে তাঁর অনুসন্ধিৎসু মন ও মৌলিক চিন্তাশক্তির পরিচায়ক, যা জাতির স্বরূপ-অন্বেষায় এক গুরুত্বপূর্ণ সহায়ক। আর রবীন্দ্রনাথ তাে ছিলেন সব সময়ই তাঁর চর্চার একটি প্রধান বিষয়, একাধিক গ্রন্থে যার পরিচয় বিধৃত রয়েছে। আইন, সুশাসন, নাগরিক ও মানবাধিকারের প্রশ্নেও তিনি ছিলেন আজীবন সােচ্চার। তার যুক্তিশীল ও মননঝদ্ধ প্রবন্ধগুলাে যার প্রমাণ দেয়। বিভিন্ন সভা-অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তিনি যে-লিখিত অভিভাষণগুলাে দিয়েছেন তাও আসলে প্রবন্ধই; এবং সেগুলােও তাঁর গবেষণাপ্রবণ মন ও গভীর চিন্তাশীলতার পরিচয় বহন করে। তাঁর শেষ জীবনের ইচ্ছাকে সম্মান জানিয়ে আমরা তাঁর প্রবন্ধসম্ভার পাঁচটি খণ্ডে সংকলিত করে প্রকাশ করছি। আশা করি আমাদের এই উদ্যোগ সুধীজনের কাছে সমাদৃত হবে।
Title | : | প্রবন্ধ সংগ্রহ ৩ |
Author | : | বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9789849185901 |
Edition | : | 1st Published, 2016 |
Number of Pages | : | 678 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মুহাম্মদ হাবিবুর রহমান জন্ম ৩ ডিসেম্বর ১৯২৮, ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরের দয়ারামপুর গ্রামে। ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। আইন বিষয়ে স্নাতক। ১৯৫৮ সালে আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান (অক্সফোর্ড) এবং ১৯৫৯ সালে ব্যারিস্টার হন। অধ্যাপনা করেছেন রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে । ১৯৬৪ সালে আইন ব্যবসায় যোগ দেন। ১৯৯৫ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি হন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে। প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৫টির বেশি। উল্লেখযোগ্য বই : যথাশব্দ; কোরানসূত্র; বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি ১৯৭১-২০১১; ভাষার আপন পর; গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ; রবীন্দ্রবাক্যে আর্ট, সঙ্গীত ও সাহিত্য; তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার; টোয়েন্টি-ফার্স্ট ফেব্রুয়ারি স্পিকস ফর অল ল্যাঙ্গুয়েজেস ইত্যাদি। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক। ১১ জানুয়ারি ২০১৪ তিনি মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us